কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশ একটি দ্রুতগামী পিকআপ থামানোর সংকেত দেয়। তবে চালক সংকেত উপেক্ষা করে কিছুদূর গিয়ে রাস্তার ধারে পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটি জব্দ করে এবং তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পলাতক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
কেকে/ এমএস