বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোহাগাড়া উপজেলা শাখার ইফতার মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ ( মঙ্গলবার) চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল ও সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে মহিউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু তালেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়েত ইসলামীর আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রকিম কল্যাণ ফেডারেশনের পরিবহন সেক্টরের সভাপতি মোক্তার হোসেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিতি ছিলেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি নুর হোসেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়েতের নায়েবে আমির কাজী নুরুল আলম, শ্রমিক নেতা মো. মুনির আহমেদ, রফিক দিদার, আবুল কাশেম, ছমিউদ্দীন, নাছির উদ্দীন, আবু তাহের, জিয়াউদ্দীন জিকু, সেলিম উদ্দীনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা।
বক্তারা মাহে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্তি হয়।
কেকে/এজে