গাজীপুরের টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর মিলগেট এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৫৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, থানা বিএনপির প্রচার সম্পাদক জামাল উদ্দিন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু সাকের, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আব্দুর রশিদ সোহেল, গাজী ইসমাইল হোসেন জনি, স্বেচ্চাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক, মো. বাবুসহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ হাওলাদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বুকে ধারন করে ঐক্যবদ্ধ ভাবে সকল অপশক্তিকে মোকাবেলা করবে। কোন চাঁদাবাজী দখলবাজী এই দলের নেতাকর্মীরা করতে পারবে না। বিএনপির হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দল সবসময় পাশে থেকে কাজ করে যাবে।
ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেকে/ এমএস