বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল      শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      কাফনের কাপড় মুড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা      এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না      ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ       সেনাবাহিনী অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ সন্ত্রাসী      অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই       
প্রিয় ক্যাম্পাস
শাহবাগের জুডিশিয়াল কিলিং এর বিচার দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৫২ এএম  (ভিজিটর : ৪৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মব সন্ত্রাসের প্রতিবাদ ও শাহবাগের জুডিশিয়াল কিলিং এর বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷  

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় ফিরে আসে।পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে 'সন্ত্রাস করে একদল, শাহবাগী মবের দল, শাপলা হত্যার বিচার চাই, করতে হবে করতে হবে, ল তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা, শাহবাগীদের ঠিকানা, শাহবাগ সন্ত্রাস করে, ইন্টেরিম কি করে' এই বাংলায় হবে না, শাহবাগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, শাহবাগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে' সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

সমাবেশে সিএসই বিভাগের ৪৯ আবর্তনের শিক্ষার্থী আলি জাকি শাহরিয়ার বলেন, 'আমরা জানি কিভাবে এই শাহবাগ ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে। আমরা জানি তারা কিভাবে ফ্যাসিস্টদের ভিত্তি প্রস্থ  হিসেবে কাজ করেছে। আমরা এটাও দেখেছি এরা দেশে কীভাবে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা অবাক হই ২৪ এর পরবর্তী সময়ে এসে কীভাবে এই লাকি আক্তার অবাধ বিচরণ করে বেড়াচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ আপামর জনতা এই শাহবাগীদের বিচার চাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যতদিন না এই শাহবাগীদের মূল উৎপাটন  হচ্ছে, শাহবাগীদের শিরচ্ছেদ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। '

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শোয়াইব হোসেন বলেন, ২০১৩ সালের শাহবাগ ২০২৫ এ এসে প্রতিষ্ঠিত হতে দিবো না। বাংলাদেশের বুকে আর একটা জুডিয়াশিয়াল কিলিং হতে দিবো না। আরেকটা শাহবাগ করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। কারা জুডিশিয়াল কিলিং এর রাস্তা তৈরি করেছিল, আমরা ভুলি নাই। এই সরকারকে বলতে চাই দ্রুত এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।'

গণিত বিভাগের ৪৯ তব আবর্তনের শিক্ষার্থী সাফায়েত মীর বলেন, 'এই শাহাবাগের উৎথান ইসলাম বিদ্বেষ ও ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে।  এই শাহাবাগ আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত করেছে, রক্তের দাগ এখনো যায় নাই। জুলাই আন্দোলনের পর আমরা ভেছেছিলাম তারা শুধরাবে কিন্তু তারা শুধরাইনি। এদেরকে আমরা রাজপথে মোকাবেলা করবো।  আমরা রাজপথে আছি,  রাজপথেই থাকবো।  ২৪ এর জাহাঙ্গীনগরের আন্দোলনকেও তারা বানচাল করতে চেয়েছিলো। জাহাঙ্গীরনগরেও কিছু সুশীল শাহাবাগে যোগ দিতেছে৷  আমরা মারা যাই নাই, শহিদদের সাথে শহিদ হয়  নাই, আমরা শহিদদের রেখে যাওয়া স্বপ্নকে ধারণ করে, ২৪ এর চেতনাকে ধারণ করে শাহাবাগের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।'

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, '২০১৩ সালে এই লাকী দের হাত ধরে খুনী স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদের উত্থান ঘটেছিলো। আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই, ফ্যাসিবাদের উত্থান যারা ঘটিয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী পুনরায় আজ বক্তব্য দিচ্ছে, রাজপথে স্লোগান দিয়ে বেড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই বাংলায় আর কোনো দিন শাহবাগ কায়েম হতে দেবো না। প্রয়োজন হয়, জীবন দেবো, তবু আর কখনো শাপলার ঘটনা ঘটতে দেবো না। অতি দ্রুত এই ফ্যাসিবাদের দোসর লাকী আক্তারকে গ্রেফতারের দাবী জানাচ্ছি।'

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাটুরিয়ায় এইচএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত
দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল
সোনারগাঁয়ে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

গঙ্গাচড়ায় ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার
তারাবির নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৪ বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
পূর্বাচলে জরিপের নামে গণহারে ঘুষ দাবির অভিযোগ
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া
লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close