রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঠোডার মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ মেলার টেন্ডার কে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে দশটা থেকে ১২ টা পর্যন্ত পর্যন্ত ঈদ আনন্দ মেলা নিয়ে বিএনপি'র মনির হোসেন চেয়ারম্যান এর অনুসারী এবং সাবেক এমপি আমান উল্লাহ আমান এর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ সংঘটিত হয়।
এতে মনির হোসেন চেয়ারম্যান এর গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ গ্রুপের তিনজন ব্যক্তিকে গুরুতর জখম করে। আহতরা হলেন মুসলিমবাগের পারভেজ হোসেন বাবু, মোঃ রাব্বি, ও মোবারক হোসেন।
বর্তমানে দুই গ্রুপের অনুসারীরা রাস্তার দু'পাশে অবস্থা নিয়েছে। উক্ত এলাকায় সেনাবাহিনী এবং কামরাঙ্গীরচর থানা পুলিশ উপস্থিত রয়েছে। উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেকে/এআর