জয়পুরহাটের কালাইয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(১১মার্চ)বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দেওগ্রামে গিয়ে মাদকাসক্ত অবস্থায় দু'জনকে হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের শরীর তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের একজনকে ৭ দিন ও অপরজনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্তরা হলেন, উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া গ্রামের শাহারুল ইসলাম (২৬) কে ১৪ দিন ও পুনট ইউনিয়নের দেওগ্রামের সানাউল মন্ডল (৫৫) কে ৭ দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এআর