শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সিন্ডিকেট সদস্য শিল্পী অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ (চঞ্চল)।
মঙ্গলবার (১১ মার্চ) পরিদর্শন করেন তিনি ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও জেনারেল স্টাডিজ অনুষদের ডিন সৈয়দ আজিজুল হক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের উপর গুরুত্বারোপ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেন এবং একাডেমিক ও শিল্পচর্চার ক্ষেত্রে আরও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে ফাইন ও পারফর্মিং আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দী, ফাইন আর্টস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আমানুল্লাহসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর