কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র সন্ত্রাসীরা ৪ বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসময় ৩ রাউন্ড গুলি বর্ষন করে লুট করে নেওয়া হয়েছে নগদ টাকা, স্বর্নালংকার।
মঙ্গলবার (১১ মার্চ) তারাবি নামাজ চলাকালীন সময়ে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের (১০ মাইল) মুসুল্লিপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সরজমিন ঘটনাস্থল ঘুরে জানা গেছে, পদ্মা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ভেড়ামারার ১০ মাইল এলাকায় ব্লক তৈরীর কাজ করছে। ব্লক তৈরীর হিস্যা বুঝে নিতে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। গত সোমবার সন্ধ্যায় সুজন নামের এক বিএনপি কর্মী ভেগান এগ্রো কোল্ডষ্টোরেজ এর কাছে গেলে প্রথমে তিনি হামলার স্বীকার হন। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এর পর গত সোমবার রাতে তারাবি নামাজ চলাকালীন সময়ে রাত সাড়ে ৮টার দিকে সুজন’র লোকজন সংঘবদ্ধ হয়ে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায় কৃষক আব্দুর রাজ্জাক’র বাড়িতে। তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে।
এ সময় পালিয়ে প্রান রক্ষা করেন দিনমজুর আব্দুর রাজ্জাক। সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় ও রান্না ঘরে আগ্নি সংযোগ করে। পুরো ঘরটিই আগুনে ভস্মীভূত হয়। ঘরে থাকা তাজা মুরগী গুলো পুড়ে কয়লা হয়ে যায়। পরে ওই দলটি স্থানীয় ফরিদা গ্রুপের বিএনপি নেতা মিলন খান, দোকানদার হাকিম ও সৌদি প্রবাসী রেজাউলের বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ৪টি বাড়ি থেকে প্রায় ২ লক্ষ নগদ টাকা, ২ভরি স্বর্নালংকার লুট করে। সহিংস এ হামলায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
হামলার স্বীকার কৃষক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের ব্লক তৈরির কাজ নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ’র মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একে অপরের লোকদেরকে ধাক্কা ধাক্কিও দিয়েছে। আমার অপরাধ ধাক্কা-ধাক্কির সময়ে আমি ঘটনাস্থলে ছিলাম। এই অপরাধে সন্ত্রাসীরা আমাকে টার্গেট করে এই নৃশংস হামলা চালায়। বাড়ি ঘর ভাংচুর করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। রান্না ঘরটিতে অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে।
এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ক্ষতিগ্রস্থ পরিবার এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ শহিদুল ইসলাম, এস.আই তাহের, বাবুল সহ স্থানীয় বি.এন.পি ও জামায়াতের নেতৃবৃন্দ ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ শহিদুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এআর