বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না      দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল      শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      কাফনের কাপড় মুড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা      এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না      ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ       সেনাবাহিনী অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ সন্ত্রাসী      
জাতীয়
কাফনের কাপড় মুড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১:৫৮ পিএম  (ভিজিটর : ৮০)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা সময় পুলিশের বাধার মুখে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রতিবন্ধী ও অটিস্টিক বিশেষ বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়।

দুপুর ১২টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষকরা পদযাত্রার প্রস্তুতি নেন। কিন্তু শুরু থেকেই পুলিশ তাদের আটকে দেয়। কিছুটা এগিয়ে কদম ফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশ কড়া অবস্থান নিয়ে মানববন্ধন তৈরি করে। এতে ক্ষুব্ধ শিক্ষকরা সেখানেই বসে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশের জলকামান আনা হয়।

শিক্ষকদের সড়কে অবস্থানের ফলে পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার রাস্তা এবং মৎস্য ভবন থেকে শিক্ষা ভবনের দিকে আসার পথ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ পল্টন থেকে কদম ফোয়ারাগামী গাড়িগুলোকে প্রেস ক্লাবের সামনে ইউটার্ন নিয়ে পুনরায় পল্টনের দিকে পাঠায়। একইভাবে, মৎস্য ভবন থেকে আসা যানবাহনগুলোর জন্য বিকল্প পথ তৈরি করা হয়। তবে এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষকদের দাবি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি কেউ তাদের সঙ্গে আলোচনায় না বসেন, তবে তারা রাস্তা ছাড়বেন না। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. সব বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা।
২. বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম তিন হাজার টাকা শিক্ষা ভাতা চালু করা।
৩. শিক্ষার্থীদের মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন।
৪. ছাত্র-ছাত্রীদের জন্য ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  পাঁচ দফা দাবি   প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কালিগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
‘আমরা হাতের পরিবর্তন চাই না, আইনের পরিবর্তন চাই’
স্বৈরাচারের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
সুন্দরগঞ্জে সেচ লাইসেন্স পেলেও দুই বছর ধরে বিদ্যুৎহীন কৃষক
ভাঙতে-ভাঙতে সড়ক এখন মরণ ফাঁদ!

সর্বাধিক পঠিত

পূর্বাচলে জরিপের নামে গণহারে ঘুষ দাবির অভিযোগ
তারাবির নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৪ বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
নীলফামারী কিশোরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩
সহকারী প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close