বুধবার, ১২ মার্চ ২০২৫,
২৮ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম: ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না      দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল      শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা      কাফনের কাপড় মুড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা      এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না      ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ       সেনাবাহিনী অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ সন্ত্রাসী      
গ্রামবাংলা
সম্প্রীতির বন্ধনে এক অনন্য দৃষ্টান্ত
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২:৫২ পিএম  (ভিজিটর : ৪০)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিল পরিণত হয় সম্প্রীতির এক অসাধারণ মিলনমেলায়।

মঙ্গলবার (১১ মার্চ)বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল আয়োজন করা হয়।

দুপুর গড়িয়ে বিকেল হতেই উপজেলা পরিষদ মিলনায়তন কানায় কানায় ভরে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইমাম, জনপ্রতিনিধি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এমনকি বীর মুক্তিযোদ্ধারাও একত্রিত হয়েছেন। সবাই যেন এক হৃদয়ের মানুষ। ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষগুলো এখানে একসূত্রে গাঁথা সম্প্রীতির মালায়।

অনুষ্ঠানের উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে জায়গা নেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন, ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফাহিমা খাতুন এবং প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মজিদ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোনায়েম ইসলাম রুমি এবং মাশরাফি বিন মোস্তফা সাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। প্রথমেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

প্রধান অতিথি হা-মীম তাবাসসুম প্রভা বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। সবাইকে একত্রে নিয়ে ইফতার করার এই প্রয়াস নিঃসন্দেহে মহৎ। প্রেসক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মজিদ মনে করিয়ে দেন গণমাধ্যমের মৌলিক দায়িত্বের কথা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা ও পেশাগত আচরণ বজায় রেখে জনস্বার্থে কাজ করা এবং কোনো চাপের কাছে মাথা নত না করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “একটি সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার সত্য। বিগত সময়ে যেসব সাংবাদিকরা তাদের প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দায়িত্ব এই সত্যকে এগিয়ে নিয়ে যাওয়া।”

সভাপতির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব সবসময় জনকল্যাণমুখী কাজের সঙ্গে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এ সম্প্রীতির বন্ধন যেন আরো দৃঢ় হয়, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে এক উষ্ণ, হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। মনে হচ্ছিল, এটাই প্রকৃত বাংলাদেশ—সম্প্রীতির বাংলাদেশ। বাগাতিপাড়ার এই ইফতার মাহফিল ছিল কেবল একটি অনুষ্ঠান নয়, ছিল এক ঐক্যের বার্তা। যেখানে মানুষ মিলেছে হৃদয়ে, চিন্তায় আর লক্ষ্যে—একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আশায়।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শাহপরাণ মাজার থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ
কালিগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
‘আমরা হাতের পরিবর্তন চাই না, আইনের পরিবর্তন চাই’
স্বৈরাচারের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
সুন্দরগঞ্জে সেচ লাইসেন্স পেলেও দুই বছর ধরে বিদ্যুৎহীন কৃষক

সর্বাধিক পঠিত

পূর্বাচলে জরিপের নামে গণহারে ঘুষ দাবির অভিযোগ
তারাবির নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৪ বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
নীলফামারী কিশোরগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩
সহকারী প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close