নীলফামারীর কিশোরগঞ্জে ৫০গ্রাম হেরোইন ও ১২০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১০মার্চ) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাচারীবাজারের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আক্তারুজ্জামান, মেহেরাব আলী ও নাজিমুল ইসলামকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দীন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এলাকার চিহ্নিত মাদক কারবারি আলমগীর হোসেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।’
কেকে/ এমএস