শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারের ঘর নির্মাণ করে দিয়েছে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন।
পৌর শহরের কালিনগর মহল্লার হাসনা হেনা (৪০), রাজনগর ইউনিয়নের সাগরদি গ্রামের শিরিনা বেগম (৪৫), কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মহর উদ্দিন (৬০), নালিতাবাড়ী ইউনিয়নের খালভাংগা গ্রামের বিধবা মনোয়ারা বেগম (৫০) এর ঘর নির্মান করে দেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন।
এই বিষয়ে উপকারভোগী মহির উদ্দিন বলেন, হঠাৎ করে বন্যায় আমাদের থাকার ঘরটি ভেঙ্গে যায়, আমাদের থাকার কোন ঘর ছিলো না অন্যের ঘড়ে আশ্রয় নিয়েছিলাম, আমাকে রক্ত সৈনিকের বাবারা ঘর করে দেওয়ায় আমার থাকার জায়গা হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমাদের ঘর নির্মানের কাজ শেরপুর জেলায় ৫ উপজেলায় অব্যাহত রয়েছে তার অংশ হিসেবে রক্তসৈনিক নালিতাবাড়ী টিম এর তালিকা অনুযায়ী আমরা নালিতাবাড়ী উপজেলায় ৪ টি পরিবার কে গৃহ নির্মান করে দিতে সক্ষম হয়েছি, আমাদের মতো সকল সংগঠন এভাবে এগিয়ে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুর্নবাসনের ব্যবস্থা হবে।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি শেখ রাসেল বলেন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, নালিতাবাড়ী উপজেলা শাখা যেকোন দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
কেকে/ এমএস