বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫,
২৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
শিরোনাম: ধর্ষণ মামলায় দ্রুত পদক্ষেপ নিতে আইন সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা      রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব      কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধ, আহত ২৫      আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ      জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ      ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না      দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল      
গ্রামবাংলা
ভাঙতে-ভাঙতে সড়ক এখন মরণ ফাঁদ!
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:৪৪ পিএম  (ভিজিটর : ৯২)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

# সাড়ে ৪ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বিপজ্জনক গর্ত
# যানবাহন উল্টে প্রতিদিনেই ঘটছে দুর্ঘটনা
# দেড় দশক ধরে সড়কের এমন বেহাল অবস্থা
# ১২টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি


দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে সড়কের কার্পেটিং। সরে গেছে দুই পাশের মাটি ও ইটের খোয়া। ইটের খোয়া সরে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। যেই গর্তে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন কোন না কোন যানবাহন। আহত হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের যাত্রী। এমন বেহাল দশা তৈরি হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া-আঠারবাড়ি খালবলা সড়কের।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুটিয়া বাজার থেকে আঠারবাড়ি খালবলা বাজার পর্যন্ত সড়কটি সাড়ে চার কিলোমিটার। ২০০২ সালে সড়কটি পাকা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যেই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে এবড়োথেবড়ো হয়ে পড়ে। এরপর সড়কের দুই পাশের অংশের এবং বিভিন্ন স্থানের ইটের খোয়া সরতে সরতে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, অন্তত দেড় দশক ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও তা মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, সুটিয়া বাজারের পর থেকেই এবড়োখেবড়ো সড়কের বেশিরভাগ অংশেই খানাখন্দে ভরা। শুধু তা-ই নয় একটু পর পর বিশাল-বিশাল গর্ত। এতে যানবাহন চলে হেলেদুলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া, জাটিয়া, বিজয়পুর, ফতেপুর, রোকনপুর, কাহেদগ্রাম, সাগুলী, ভাসাটি, পাইস্কা, হীরাধর গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। পাশাপাশি পাশ্ববর্তী সরিষা ইউনিয়নের মাছিমপুর, কুর্শিপাড়াসহ আরো বেশ কয়েকটি গ্রামের একমাত্র যোগাযোগের প্রধান সড়কও এটি।

স্থানীয় অটোরিকশাচালক মো. নূর ইসলাম বলেন, ‘এমন কোন দিন নাই যে গর্তের মধ্যে দুয়েকটা অটোরিকশা উইলডেয়া (উল্টে) পড়ে না। আর গাড়িত থাহা যাত্রিরা আহত অয়না।’ সড়কটি দ্রুত মেরামত না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে জানান নূর ইসলাম।

আরেক চালক মো. আদিল মিয়া বলেন, অতো খারাপ রাস্তা এই অঞ্চলে আর কোনহানে (কোথাও) নাই। কয়দিন আগে আরেক অটোরে সাইট দিতাম গিয়ে উইলডেয়া (উল্টে) পরছি। ভাগ্যিস ভালা বড় কোন ধরনের ক্ষতি অইছে না। খালি সামনের গেলাসটা ভাইঙ্গা গেছিন আর হাটুতে একটু দুঃখু (ব্যাথা) পাইছিলাম।

পানান ইসলামিয়া ফাজিল মাদরাসার নবম শ্রেণির জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা যখন অটো দিয়ে এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি তখন খুবই ভয় লাগে। মনে হয় এই বুঝি গাড়ি উল্টে যাচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি রাস্তাটি যেন দ্রুত মেরামত করে দেন।’

অটোরিকশার যাত্রী হোসেনে আরা খাতুন বলেন, ‘এই রাস্তা দিয়া ডেলিভারির রোগী হাসপাতাল লাগাত নেওয়ন লাগে না। এর আগেই ডেলিভারি অইয়া যায়। শুধু কি তাই? শরীরের হাড্ডিগুড্ডিও (হাড়গোড়) দলা অইয়া পড়ে। সরহারের (সরকার) তো এইতা চোখে পড়তোনা।’

পানান ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মো. আতাহারুজ্জামান বলেন, ‘বিভিন্ন সময় লোকজন এসে ছবি তোলে আর মাপজোখ করে কিন্তু ভাঙা রাস্তা আর মেরামত হয় না। রাস্তাটি ভাঙতে ভাঙতে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিন আগেও সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী অটো থেকে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে।’

জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ বলেন, ‘এই সড়ক দিয়ে পানান ইসলামিয়া ফাজিল মাদরাসা, আঠারোবাড়ি ডিগ্রি কলেজ, এমসি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাওয়া-আসা করে। জনগুরুত্বপূর্ণ একটি সড়কের এতো  জঘন্য অবস্থা তৈরি হয়েছে, তবুও যেন দেখার কেউ নয়।’

বর্তমান জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার কথা একাধিকবার মিটিং উত্থাপন করেছি। তবুও বিষয়টি আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার কথা অবগত আছি। সড়কটির মেরামতের জন্য অচিরেই প্রস্তাবনা পাঠানো হবে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা হবে।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  সড়ক   মরণ ফাঁদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পথচারীদের ইফতার করালো বেরোবি ছাত্রদল নেতা জহির
পর্যটন নগরী শ্রীমঙ্গলে যানজটে চরম ভোগান্তি
কুবির প্রশ্ন সরবরাহের সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্ভোধন
বিএনপি নেতার বাসা থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ১৩

সর্বাধিক পঠিত

সংবাদ প্রকাশের পর ঘুষের টাকা ফেরত দিল পুলিশ
পীরগঞ্জে সেনাসদস্য ও কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
কালিগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
কোন খুঁটির জোরে বহাল তবিয়তে ফ্যাসিবাদের দোসর তারিক মাহমুদ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close