পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবিতে সাতকানিয়া পৌরসদরে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ মার্চ) বিকাল ৩টায় সাতকানিয়া পৌরসভা সদরে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জেলা মজলিসে শুরা সদস্য এম. ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, পৌরসভার জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ শাহ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের, পৌর সদর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ছিল। ৫ আগষ্ট ছাত্র -জনতার বিপ্লবের পর বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুনির্দিষ্ট আসামীদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার করা হয়নি। প্রশাসনের নির্লিপ্ততার কারণে আওয়ামী সন্ত্রাসীরা আজ খুনের নেশায় মেতে উঠেছে, যা সুস্পষ্ট। প্রশাসনের এমন নির্লিপ্ততা সাতকানিয়াবাসী কিছুতেই মেনে নেবে না। সম্প্রতি বাংলাদেশের আলোচিত সাতকানিয়ার দুই হত্যাকান্ড বিচারবহির্ভূত ও আওয়ামী নেতা মানিক বাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে, যা মিডিয়ায় প্রকাশিত। কিন্তু প্রশাসন উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা তদন্তবিহীন বিভিন্ন মন্তব্য করে খুনীদের দায়মুক্ত করার অপচেষ্টা করছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন ও ন্যায় বিচারে বিশ্বাসী। সমাবেশে বক্তারা প্রশাসনকে জনগণের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার আহ্বান জানান।
উল্লেখ্য, সাতকানিয়া উপজেলা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডলুব্রীজ এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
কেকে/এজে