বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের মাগুরা জেলা সভাপতি মাওলানা লিয়াকত আলী খান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা আর কোনো হাতের পরিবর্তন চাই না, আইনের পরিবর্তন চাই, মানুষের তৈরি আইন চলবে না, আল্লাহর জমিনে, আল্লাহর আইন চাই। আমরা মুসলমানরা সেই রাজনীতি করব যে রাজনীতি কোরআনে আছে। আমরা ইসলাম ও রাষ্ট্র এক করতে চাই।
বুধবার (১২ মার্চ) মাগুরার শালিখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা উলামা বিভাগের আয়োজনে শালিখা উপজেলা কার্যালয়ে শালিখা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে উলামা-মাশায়েখদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা উলামা বিভাগের সম্পাদক মাওলানা মারুফ কারখী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা উলামা বিভাগের উপদেষ্টা অধ্যাপক আফসার আলী, মাগুরা জেলা সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহ-পরিচালক অধ্যাপক মশিউর রহমান।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শালিখা উপজেলা শাখার সম্পাদক শাহিনুর রহমান, শালিখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন, শালিখা উপজেলা উলামা বিভাগের সম্পাদক মাওলানা ওলিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ।
কেকে/ এমএস