প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:০৮ পিএম (ভিজিটর : ৩৫)

ছবি : সংগৃহীত
যশোরের কেশবপুর উপজেলার বাগদা গ্রাম থেকে এক রাতে দুটি ভ্যান চুরি হয়েছে। এতে এলাকায় চুরি আতঙ্কে ভুগছেন এলাকার সাধারণ মানুষ।
মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে উপজেলার বাগদা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাগদা গ্রামের আবুল কাশেম মোড়লের ছেলে আবুল কালামের বাড়ির উঠান থেকে তালা ভেঙ্গে ভ্যান চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের মৃত সোহরাব মোড়লের ছেলে আয়েজ উদ্দিনের বাড়ির উঠান থেকে একইভাবে চোরেরা ভ্যান চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া দুটি ভ্যানের মূল্য অনুমান ৯০ হাজার টাকা হবে। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্কে রয়েছেন সাধারণ জনগণ।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ বলেন, এক রাতে গ্রাম থেকে দুটি ভ্যান চুরি হওয়ার ঘটনা শুনেছি। তিনি পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ভ্যান চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তারপরও ঈদকে সামনে রেখে পুলিশি টহল জোরদার করা হবে।’
কেকে/ এমএস