মাহে রমজান ও আসন্ন ঈদুর ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট মুক্ত রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে টঙ্গীতে ফুটপাতের হকার এবং অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে মহানগরীর টঙ্গীর কলেজ গেইট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় ১৬জন হকারকে আটক করে পুলিশ। পুলিশ কলেজগেট থেকে চেরাগআলী পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের হকার ও অস্থায়ী দোকান উচ্ছেদ করেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশ (২৩), সাকিব(২৪), ইসমাইল হোসেন (২৩), লিমন (১২), আলাউদ্দিন উদ্দিন(২৯), আবুল কালাম (৫২), আলামিন চৌধুরী (১৯), রফ মিয়া (৪২), সিরাজুল ইসলাম (১৯), আবু বক্কর সিদ্দিক (২৭), জুবায়ের (১৭), ফিরোজ (২৭),মিজান ২১ বোরহান উদ্দিন (২০), হৃদয় মিয়া (২১), আল আমিন (৩৪)।
অভিযানের বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের মুল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ফুটপাত থেকে সকল ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়।
ওসি আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা হচ্ছে, কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না। জনসাধারণের চলাচল বিঘ্নিত করে ফুটপাতে দোকান বসলেই আমার আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এ অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে টঙ্গী পশ্চিম থানার সেকেন্ড অফিসার মো. আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস