তারার মেলা যুব কার্যক্রমের ওপর দৃষ্টি নিবন্ধ করে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) জাতীয় কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব রাষ্ট্রদূত মসাদ মান্নান এন.ডি.সি।
এ সময় উপস্থিত ছিলেন—এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের যুব সদস্য আসমা তানজিলা তিসা ও এফপিএবির বগুড়া শাখার সভাপতি মো. আতিকুর রহমান।
এ ছাড়াও এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, শাখার সভাপতি মহোদয়গণ, জেলা কর্মকর্তা ও তারার মেলার সদস্যবৃন্দ জুম লিংকের মাধ্যমে অনলাইনে অংশগ্রহণ করেন।
গোল টেবিল সভায় আরো অংশগ্রহণ করেন এফপিএবি ঢাকা শাখার তারার মেলা যুব সদস্যগণ আবদুস সাত্তার ফাহিম, ফাহিম মোরশেদ, শ্রাবণী আকতার, নাদিয়া বিনতে পুষ্পিতা, সিনথিয়া ইসলাম, রেড টাইমস বিডির সম্পাদক কবি সৌমিত্র দেব এবং ফ্লাওয়ার বাংলাদেশের সভাপতি মাহমুদ খান বিজু।
এফপিএবির জাতীয় কার্যনির্বাহী পরিষদের যুব সদস্য আসমা তানজিলা তিসার সঞ্চালনায় আমন্ত্রিত অংশগ্রহণকারীরা গোলটেবিল বৈঠকে স্বত:স্ফুর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
এ বেঠকে আরো অংশ নেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এফপিএবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত সম্ভাষণ ও তারার মেলা কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্য ও উপাত্ত পরিবেশন করেন, এফপিএবির প্রোগ্রাম অফিসার (যুব) হোসনে জাহান লিজা। এরপর সকলে নিজ পরিচয় প্রদান করেন এবং জুম লিংকে অংশগ্রহণকারীরা পরিচয় প্রদান করেন। স্বাগত সম্ভাষণ ও সচিত্র প্রতিবেদন উপস্থাপনের পর সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এফপিএবি যুব কার্যক্রম (তারার মেলা) ১৯৮০ সালে বাংলাদেশের প্রথম স্বেচ্ছাসেবী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে দায়িত্বশীল পিতা-মাতা হিসেবে প্রস্তুতি এবং কমিউনিটিতে জনগোষ্ঠী উন্নয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে।
বছরের পর বছর ধরে এটি পারিবারিক জীবন শিক্ষা, প্রজনন স্বাস্থ্য শিকমঘড্ (সিএসই) এবং প্রজনন স্বাস্থ্য উদ্যোগের দিকে জোর দিয়ে আসছে। গোল টেবিল আলোচনায় সকলে আশাবাদী যে তারার মেলার মাধ্যেমে কিশোর-কিশোরী যুবদের যুব নেতা, নীতিনির্ধারক এবং সম্প্রদায় অংশীদারিত্ব তারা আরো বেশি করে কমিউনিটিতে একত্রিত হয়ে মতবিনিময় করবেন।
এফপিএবি তারার মেলার মাধ্যেমে এক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে যুব সমাজ এগিয়ে যাবে এবং একটি অগ্রসর, টেকসই ভবিষ্যতে অবদান রাখবে।
আমরা সাংবাদিক, অংশীদার এবং যুব সম্প্রদায়কে আমাদের এই রূপান্তরমূলক যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। আসুন একসঙ্গে একটি উজ্জ্বল আগামীকাল গড়ে তুলি, কারণ যুব সমাজ শুধু ভবিষ্যৎ নয়; তারা বর্তমান।
সমাপণী বক্তব্যে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তরুণদের তারার মেলার মাধ্যমে চেতনায় উজ্জবিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।
তিনি এফপিএবি পরিবারের সকল সম্মানিত সদস্য, গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।
কেকে/এএম