বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এসবিএম নামে একটি ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে লামা উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব। অভিযানে লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস, লামা থানা ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, অবৈধ ইট ভাটা পরিচালনা করে এসবিএম ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় এক লক্ষ টাকা এবং লাকড়ি ব্যবহারের অপরাধে বন আইন, ১৯২৭ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় স্কেভেটর দিয়ে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, গত ৬ মার্চ লামার ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় পাহাড় কাটা ও অবৈধ জ্বালানি কাঠ ব্যবহারে এফএসি ইটভাটাকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ শত ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে