বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫,
২৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
শিরোনাম: ধর্ষণ মামলায় দ্রুত পদক্ষেপ নিতে আইন সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা      রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব      কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধ, আহত ২৫      আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ      জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ      ১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না      দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল      
গ্রামবাংলা
পর্যটন নগরী শ্রীমঙ্গলে যানজটে চরম ভোগান্তি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:১৭ পিএম  (ভিজিটর : ৯৩)
হবিগঞ্জ রোড ভূমি অফিসের সামনে থেকে। ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ রোড ভূমি অফিসের সামনে থেকে। ছবি: প্রতিনিধি

পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের যানজট পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠেছে, যা শহরবাসীকে চরম ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। 

বুধবার (১২ মার্চ) সরেজমিনে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড ভূমি অফিসের সামনে থেকে চৌমুহনা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। একই চিত্র সেন্ট্রাল রোড, পোস্ট অফিস রোড, স্টেশন রোড, মৌলভীবাজার রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও। এসব যানজট একদিনের নয়, প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের কারণে অনেক সময় সাধারণ মানুষ, অ্যাম্বুলেন্সের রোগী, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা ভোগান্তিতে পড়ছেন। শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ দোকান, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ রিকশা ও টমটমের দৌরাত্ম্য এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাব শহরের যানজটের মূল কারণ।

শহরের বাসিন্দাদের মতে, সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং অবৈধভাবে চলাচল করা রিকশা, টমটমসহ অন্যান্য যানবাহনকে নিয়ন্ত্রণ না করা প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে শহরের সেন্ট্রাল রোড, পোস্ট অফিস রোড এবং পুরান বাজার এলাকায় অবৈধ মালবাহী যানবাহন চলাচলের কারণে যানজট আরও প্রকট হয়ে উঠেছে।

শহরের বিভিন্ন স্থান থেকে আসা বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই তাঁরা যানজটের কবলে পড়েন। মৌলভীবাজার রোডের বাসিন্দা মাখন সবর বলেন, ‘গতকাল কালিঘাট রোড থেকে মৌলভীবাজার রোড পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লেগেছে।’ 

ব্যবসায়ী সোলাইমান বলেন, ‘অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার কারণে যানজট অনেক বেড়ে গেছে। এখন প্রতিটি মোড়ে আটকে থাকতে হয়।’

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জালাল উদ্দিন ভুইয়া জানান, ‘তারা সাধ্যমতো যানজট নিরসনে কাজ করছে, কিন্তু এককভাবে এটি সমাধান করা সম্ভব নয়। সড়কগুলোতে অবৈধ রিকশা এবং টমটম নিয়ন্ত্রণে তারা নিয়মিত অভিযান পরিচালনা করলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।’

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব প্রধান বলে তিনি উল্লেখ করেন।’

এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানায়, শহরের যানজট নিরসনে সম্প্রতি শ্রীমঙ্গলে বাইপাস সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি শ্রীমঙ্গলে যানজট মুক্তি আনবে বলে আশা করা হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে শহরের যানজটের অবস্থা অনেক উন্নত হবে এবং পর্যটকদের চলাচলও সহজ হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  পর্যটন নগরী   শ্রীমঙ্গল   ভোগান্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পথচারীদের ইফতার করালো বেরোবি ছাত্রদল নেতা জহির
পর্যটন নগরী শ্রীমঙ্গলে যানজটে চরম ভোগান্তি
কুবির প্রশ্ন সরবরাহের সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্ভোধন
বিএনপি নেতার বাসা থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ১৩

সর্বাধিক পঠিত

সংবাদ প্রকাশের পর ঘুষের টাকা ফেরত দিল পুলিশ
পীরগঞ্জে সেনাসদস্য ও কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কুবির প্রশ্ন সরবরাহের সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি
জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
কালিগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close