বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে দোকানী ও পথচারী মানুষদের ইফতার বিতরণ করলো বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জহির রায়হান।
বুধবার (১২ মার্চ) বিকেল থেকে রিকশাচালক, দোকানী ও পথচরী ১৭০ জনকে ইফতার বিতরণ করেন। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রদল নেতাকর্মী।
ছাত্রদল নেতা জহির রায়হান বলেন, ‘রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দল-মত নির্বিশেষে মানবতার সেবায় কাজ করতে পারলেই প্রকৃত আনন্দ পাওয়া যায়।’
তিনি আরো বলেন, ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। আমাদের নেতা তারেক রহমান আমাদের শিখিয়েছেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি গরিব- দুঃখীদের মুখে একটু হাসি ফোটাতে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
কেকে/ এমএস