ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর চক বাজারের ঐতিহ্যবাহী আমেনা প্লাজাসহ বিভিন্ন হাট-বাজারের মার্কেট ও বিপণী বিতানগুলোতে এখন পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বছর রোজার শুরুতেই কেনাকাটা জমজমাট।
বাঞ্ছারামপুর পৌরসভাসহ উপজেলা বিভিন্ন হাট-বাজারে অনেক ছোট বড় বিপণী বিতান রয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষে কেনা কাটার জন্য বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবেও নতুন নতুন বাজার গড়ে উঠেছে।
এ দিকে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ আমেনা প্লাজায় নিত্যপণ্যের প্রায় সবকিছুই মিলছে সুলভ মূল্যে। তাই বাঞ্ছারামপুরের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভারসহ পার্শ্ববর্তী হোমনা, নবীনগর, মুরাদনগরের উপজেলার মানুষও এখন কেনাকাটার জন্য এই মার্কেটে আসছেন।
ঈদ উপলক্ষে আধুনিক ডিজাইনের জুতাসহ বিভিন্ন তৈরি পোশাক ও কসমেটিকস দোকানে কেনাকাটা জমজমাট হয়ে উঠলেও বসে নেই বিভিন্ন টেইলারিং হাউজ। হরদম পরিশ্রম করে যাচ্ছেন টেইলার্সের কারিগর ও কর্মচারীরা। ইতিমধ্যে অনেক টেইলার্স নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে।
বুধবার সরেজমিনে আমেনা প্লাজা, এস.আর শপিং কমপ্লেক্স, বাদল মার্কেট ঘুরে দেখা গেছে, মার্কেটের রেমন্ড ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সসহ বিভিন্ন দোকানগুলোতে উপচেপড়া ভিড়। বেশির ভাগ ক্ষেত্রে মহিলা ক্রেতাদের পাশাপাশি ছোট শিশুদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। কলেজ ছাত্রী আশা খাতুন ও জেসমিন জানান, মুসলমানদের জন্য অত্যন্ত খুশির দিন হচ্ছে ঈদুল ফিতর।
এক মাস রোজা রেখে ঈদে নতুন নতুন জুতা ও পোশাক পরে সকলে মিলে আনন্দ করবো। তাই পছন্দের জামা ও থ্রি-পিচ কিনতে আমার এই মার্কেটে এসেছি।
কেকে/এআর