রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
প্রিয় ক্যাম্পাস
বেরোবি প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের ইফতার মাহফিল
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৪৮ এএম  (ভিজিটর : ১২৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রংপুর মহানগরীতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ মার্চ, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় উপাচার্য ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করায় রংপুরের বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উপাচার্য সাংবাদিকদের বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আপনারা উন্নতির কোন জায়গায় দেখতে চান, সে বিষয়ে সবার সহযোগিতা চাই। তিনি জানান, এখন থেকে গণমাধ্যমকর্মীদের সৌজন্যে ধারাবাহিকভাবে এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করা হবে। এ সময় বেরোবি উপাচার্য জুলাই বিপ্লবে আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া ও ইফতার মাহফিলে রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর ইউনিয়ন অব জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরিফা বেগম শিউলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের মোঃ সাইফুর ইসলাম মুকুল, বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের  আহমেদ শিপন, চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ফখরুল শাহীন ও  জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী রিফাত রাফি বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন, রংপুরের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় সিনিয়র সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের সৌজন্যে প্রথমবারের মতো ইফতার মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও দিকনির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

এ সময় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কোম্পানির গাড়িতে ডাকাতি
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
কূটনৈতিক বাকযুদ্ধে বাংলাদেশ-ভারত
এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close