বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর গুলিবর্ষণকারী সন্ত্রাস এবং কিশোরগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ হরুন ও পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া মাহমুদ ঝুমনের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন গৌরাঙ্গ বাজার ফুটপাত ব্যবসায়ী ও হারুয়া এলাকাবাসী।
বুধবার (১২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গৌরঙ্গবাজার ফুটপাত ব্যবসায়ী মো. করমআলী, হারুয়া এলাকাবাসী মো. ইব্রাহীম, সুরবি ইসলাম, সানিয়া আক্তার, মোছা. পলি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা ফ্যাসিস্টদের দোসর প্রকাশ্যে মাদক ব্যবসায়ী ওমর ফারুক, অস্ত্রধারী চাঁদাবাজ সুমনসহ বিএনপির মান ক্ষুন্নকারীদের বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তারা আরো বলেন, প্রকাশ্যে তারা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। কেউ বাঁধা দিলে তাকে টার্গেট করে তার বাড়িঘরে হামলা চালায়। তাদের অত্যাচারে আমাদের স্বামী-সন্তানেরা ঘর থেকে বের হতে পারছেনা। বের হলেই অবৈধ অস্ত্র দিয়ে আঘাত করে। এ ছাড়া তারা দলবল নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
কেকে/এআর