সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও
জুলাই আগস্ট গণ- অভ্যুথানের সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনায় বরিশাল
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ মার্চ) বিকাল ৪ টায় ববির মুক্তমঞ্চে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্রদলের অন্যতম নেতৃবৃন্দ হলো, মশিউর রহমান-সাবেক সহ সাধারণ সম্পাদক,জাহিদুল ইসলাম-সাবেক সমাজসেবা সম্পাদক, ইনজাম শাওন-সাবেক সহ সমাজসেবা সম্পাদক, আরিফ আহমেদ-সহ সাহিত্য বিষয়ক সম্পাদক। সঞ্চালনায় ছিলেন, আশিক আহমেদ, সাবেক ১নং সদস্য।
এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রদল নেত্রী তাওহীদা রহমান রাকা, উক্ত অনুষ্ঠানে বলেন,নারীদের রাজনীতিতে অংশগ্রহণ শুধু তাদের অধিকার নয়, এটি সমাজের উন্নয়নের জন্যও অপরিহার্য। নারীর নেতৃত্বে ন্যায়বিচার, স্বচ্ছতা ও সমাজকল্যাণমূলক নীতি নিশ্চিত হয়। তাদের সক্রিয় উপস্থিতি গণতন্ত্রকে শক্তিশালী করে এবং একটি ভারসাম্যপূর্ণ ও উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়ক হয়। আমি আমাদের বোনদেরকে বলতে চাই আমরা জুলাই আগস্টে যেই প্রতিবাদী কন্ঠস্বর তুলে ধরেছি সেই ধারা যেন অব্যাহত থাকে তা আমরা যে মতাদর্শেরই থাকি না কেন। আমাদের একটি আওয়াজ রূখে দিতে পারে হাজারো অন্যায় অপরাধকে।
জাহিদুল ইসলাম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে, ক্যাম্পাস হবে সৌহার্দ সম্প্রীতির। আমরা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা চাই সুষ্ঠু রাজনীতির মাধ্যমে একটি শিক্ষর্থী বান্ধব ক্যাম্পাস চাই। সাবেক সহ সমাজসেবা সম্পাদক - ইনজাম শাওন বলেন, আজকের প্রোগামের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীদের অংশীদারত্বের ভিত্তিতে ছাত্রদলের সকল ইতিবাচক কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে। এ ছাড়াও উপস্থিত ছিলেন, অষ্টম ব্যাচের সোহেল রানা ( সাবেক সদস্য), রাজন, পিয়াস আহমেদ ( দশম ব্যাচ), হাদিউজ্জামান ( দশম ব্যাচ), রায়হান, আশরাফুল মোল্যা,সাখয়াত, ( একাদশ ব্যাচ), নহিদ ( দ্বাদশ ব্যাচ)।
কেকে/এআর