টাঙ্গাইলের সখীপুর ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রেজোয়ানুল ইসলাম প্রিন্স (৩০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩মার্চ) সকালে সখীপুর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পৌরসভার ডাক বাংলোর সামনে থেকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। যাহার মূল্য ৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা।
গ্রেফতারকৃত প্রিন্স পৌরসভার ৫নং ওয়ার্ডের গার্লস স্কুলের পশ্চিম পাশের আব্দুল মালেকের ছেলে।
এ বিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) জাকির হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ একজন আটক করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে।
কেকে/এআর