বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫,
২৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
শিরোনাম: আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা      সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরো দুই মাস      ‘পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত’      সিগারেট করকাঠামোয় সংস্কার করতে হবে      মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে      সচিবালয়, শাহবাগ ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ      ২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা      
গ্রামবাংলা
কাদের সিদ্দিকী ৭১'র মুক্তিযোদ্ধা, ২৪'র রাজাকার: ছাত্রদল নেতা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২:২৮ পিএম  (ভিজিটর : ১১১)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার পক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেন জানান, কাদের সিদ্দিকী ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা। ২৪ সালে তিনি একজন রাজাকার ও ফ্যাসিস্টদের দোসর।

পরপর দুটি ইউনিয়নে ইফতার মাহফিলে বিএনপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনে সখীপুর উপজেলার বাকি আট ইউনিয়নে ইফতার মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
দলটির সখীপুর উপজেলার সভাপতি আবদুস সবুর খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বুধবার (১২ মার্চ) উপজেলার গজারিয়া ইউনিয়নের কে.জি.কে উচ্চবিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের তৃতীয় ইফতার মাহফিল হওয়ার কথা ছিল।

তবে কৃষক শ্রমিক জনতা লীগের এমন অভিযোগ অস্বীকার করে বিএনপির সখীপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, ‘দুটি ইউনিয়নে তাদের (কৃষক শ্রমিক জনতা লীগ) দলীয় ইফতার মাহফিলে আমরা কোনো বাধা প্রদান করিনি। তবে ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা নামের একটি সংগঠন তাদের বাধা দিয়েছে বলে শুনেছি।

কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে শাহজাহান বলেন, ‘কাদের সিদ্দিকী হচ্ছেন আওয়ামী লীগের দোসর। তার দল ফ্যাসিস্টদের সঙ্গে ২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা মনে করি, ফ্যাসিস্টদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। তেমনি ফেসিস্টদের দোসর হিসেবে কাদের সিদ্দিকীকেও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার পক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেন জানান, কাদের সিদ্দিকী ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা। ২৪ সালে তিনি একজন রাজাকার ও ফ্যাসিস্টদের দোসর। তিনি যেখানেই আসবেন, সেখানেই তাকে প্রতিহত করা হবে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন জানান, গত রোববার উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বাজারে ও গত সোমবার কালিয়া ইউনিয়নের কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে পূর্বনির্ধারিত দলীয় ইফতার মাহফিলের স্থান-তারিখ দেওয়া ছিল। কিন্তু বিএনপি ও ছাত্রদলের কর্মী সমর্থকদের বাধায় ওই দুটি পূর্বনির্ধারিত স্থানে ইফতার আয়োজন করা যায়নি।

সানোয়ার হোসেন বলেন, ‘পরে রোববার গড়বাড়ী এলাকা থেকে তিন কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ও গত সোমবার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় থেকে তিন কিলোমিটার উত্তরে ঘোনারচালা বাজারে গিয়ে আমাদের ইফতার করতে হয়েছে। দুটি মাহফিলেই বঙ্গবীর কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। বুধবার গজারিয়া ইউনিয়নের কে.জি.কে উচ্চবিদ্যালয় মাঠের ইফতার মাহফিলও বিএনপির নেতা–কর্মীদের বাধা দেওয়ার কারণে আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। আমরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। পরবর্তীতে পরিবেশ হলে আমরা আবার বাকি ইউনিয়নের ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করব।’

এ বিষয়ে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান বলেন, ‘আমাদের দলের নেতা–কর্মীর অভাব নেই। আমরাও ইচ্ছা করলে বিএনপির সঙ্গে ঝগড়া করতে পারি। কিন্তু আমরা তা করব না। আমরা রাজনৈতিকভাবেই বিএনপিকে মোকাবিলা করব।’

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্বাস্থ্য কর্মীর
১ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে সিটি কর্পোরেশন
জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে কর্মকর্তাদের প্রতিবাদ

সর্বাধিক পঠিত

সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পথচারীদের ইফতার করালো বেরোবি ছাত্রদল নেতা জহির
দেশীয় অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা আটক
পর্যটন নগরী শ্রীমঙ্গলে যানজটে চরম ভোগান্তি
কাদের সিদ্দিকী ৭১'র মুক্তিযোদ্ধা, ২৪'র রাজাকার: ছাত্রদল নেতা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close