গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় জুলাই ছাত্র-আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীরা স্থানীয়দের হামলার ভয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কা থেকে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানায়।
এছাড়াও দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছিল। একই সাথে ৫ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর উপর আক্রমণ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ায় নিরাপত্তার জন্য স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবিটি আরো জোরালো হয়।
এ সকল কারণে বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে।
পুলিশ ক্যাম্প বসানোর বিষয়ে কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ বিন হাবিব বলেন, ‘বিগত বিভিন্ন সময়ে আমাদের ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে সকল শিক্ষার্থী নিরাপদে কাম্পাসে চলাফেরা করতে পারছে এটি ইতিবাচক। কিন্তু ক্যাম্পাসে বহিরাগতদের আগমন এবং মাদকের সয়লাব নিরাপত্তার জন্য হুমকি। এক্ষেত্রে পুলিশ বক্স সহায়ক ভূমিকা পালন করতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সমাধান আশা করছি, যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে ইনশাআল্লাহ।’
প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি ছিল। এ বিষয়ে ভিসি, প্রো-ভিসির সঙ্গে কথা হয়েছে।
কেকে/এমআই