জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দিয়ে মানববন্ধন করেন তারা।
জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিকভাবে ভোটার তালিকা করবে। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র এক অপরের সাথে জড়িত।
যদি জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা থেকে আলাদা করা হয় তাহলে এটা শুদ্ধতা হারাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নির্বাচন কমিশনের অধীনে থাকার দাবি তাদের।
কেকে/এএম