জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১৫ মার্চ ১ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ১৬৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৮১৫ জনকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
ডা. নাফিয়া ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৪টি ইপিআই টিকাদান কেন্দ্রে ৩৪০টি সেশনের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ক্যাপসুল রয়েছে। সিটি কর্পোরেশনের এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৭টি ওয়ার্ডে টিকাদান কেন্দ্রের জন্য ৬৮০জন স্বেচ্ছাসেবী কর্মী মাঠে কাজ করবে। ক্যাম্পেইনের পরেও আরও ৭দিন কেন্দ্রে বাদ পড়াদের জন্য টিকা সংরক্ষন করা হবে।
অবহিতকরণ সভায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার নাসিরউদ্দিন, হাফিজুর রহমান খাঁনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস