পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিলপাশার রেল স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম।
নিহত জহুরুল উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া উত্তরপাড়া গ্রামের মৃত. আব্দুল রহিমের ছেলে। তিনি ভাঙ্গুড়ার কাজীটোল কাজিটোল কমিনিউটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত বলে জানা গেছে।
জানা গেছে, সকালে নিজবাড়ি থেকে মোটরসাইকেল যোগে কাজীটোল কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। সকাল সাড়ে নয়টায় দিলপাশার রেল স্টেশনের পশ্চিমে রেল লাইনের উপর দিয়ে পার হচ্ছিলেন। এমতাবস্থায় মোটরসাইকেলটি রেলের উপর বন্ধ হয়ে যায়। এমন সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম