“অন্যায়কে না বলি, সবাই মিলে ঐক্য গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামায় অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভূল্লারহাট-কাচিনীয়া সড়কে সচেতন ভুক্তভোগী এলাকাবাসীদের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন দীর্ঘদিন ধরে ডাম্প ট্রাক দিয়ে একাধিক ইটভাটায় মাটি সরবরাহ করে আসছে। এতে গ্রামের পাঁকা-কাঁচা রাস্তা দিয়ে মাটি বহনকারি ডাম্প ট্রাক চলাচলা করায় ধুলা বালিতে বায়ু দূষিত হচ্ছে। অপরদিকে দিন-রাত ধরে ডাম্প ট্রাক চলাচলে একদিকে যেমন রাস্তা গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে, অন্যদিকে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে। অনবরত ডাম্প ট্রাক চলাচলের কারণে প্রচণ্ড ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা আর এই ডাম্প ট্রাক চলাচল করতে দেবো না।
মানববন্ধনে অংশ নেওয়া রবিউল আউয়াল বলেন, ডাম্প ট্রাকের বিরুদ্ধে কথা বলায় আমাদের বিভিন্ন মাধ্যমে টাকার অফার করেছেন, যাতে আমরা ডাম্প ট্রাক চলাচল নিয়ে কথা না বলি। কিন্ত আমরা কখনোই অন্যায়ের সাথে আপোষ করিনি।
তিনি আরো বলেন, আমরা আজ মানববন্ধন কর্মসূচি করেছি। এরপরে প্রশাসনিক কর্মকর্তাদের নিকট স্মারক লিপি প্রদান করব।
কেকে/এএম