লালমনিরহাট আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দকীর বদলিতে বিদায় অনুষ্ঠান করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা অফিসার্স ক্লাবে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অফিসার্স ক্লাবের আয়োজনে সহকারী সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দকী, সহকারি কমিশনা (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী সহধর্মিণী আকলিমা সরকার, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সমবায় অফিসার ফজলে এলাহী, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা ও যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
কেকে/এজ