জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
এ সময় উপস্থিত ছিলেন—জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহীদ পিংকি ও উপজেলা খাদ্য কর্মকর্তা আইমান বিনকে ফেরদৌস।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে খাদ্য সহায়তার আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিতরণ শুরু হলো। একজন ব্যক্তি প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল পাবে এ কর্মসূচির আওতায়। সদর উপজেলার ৬৩ টি পয়েন্টেসহ জেলার সাতটি উপজেলার ২৮৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৪৮ হাজার ৪০৯ জন ব্যক্তি ১৫ টাকা কেজি ধরে চাল কিনতে পারবেন।
প্রথম প্রান্তিকে মার্চ-এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কর্মসূচি চলমান থাকবে।
এ ছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় ৩ লাখ ৮১ হাজার ৪৪টি পরিবার বিনামূল্য ১০ কেজি করে চাল সহায়তা পাবেন।
কেকে/এএম