গাইবান্ধার সুন্দরগঞ্জে কলাগাছের নিচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন তার দাদা বদিউজ্জামানের সঙ্গে বাড়ির পেছনের পুকুরপাড়ে ছিল। এ সময় তার দাদা একটি কলাগাছ কাটছিলেন। হঠাৎ সাজ্জাদ দৌড় দিলে দুর্ঘটনাবশত কলাগাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
কেকে/এএম