শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ      হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      পেঁয়াজে পুরনো সিন্ডিকেট      রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত       
জাতীয়
উত্তর জনপদের স্বপ্নদ্রষ্টা প্রকৌশলী আহসান হাবীবের জন্মদিন পালিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৪৮ পিএম আপডেট: ১৩.০৩.২০২৫ ৯:৫৭ পিএম  (ভিজিটর : ৫১৪)
প্রকৌশলী আহসান হাবীব

প্রকৌশলী আহসান হাবীব

উত্তর জনপদে কৃষিভিত্তিক শিল্প ও খামার সম্প্রসারণে অন্যতম উদ্যোক্তা প্রকৌশলী আহসান হাবীবের জন্মদিন উদযাপিত হয়েছে। তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক খোলা কাগজ এবং নীলসাগর গ্রুপের কর্মীরা জন্মদিন উদযাপন করেন।

উত্তরের জনপদ একসময় ছিল অনুন্নত এবং অনগ্রসর। প্রকৌশলী আহসান হাবীব নানা উদ্যোগের মধ্য দিয়ে ওই অঞ্চলের অর্থনীতিতে গতি এনেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে উত্তরের জনপদ আর মঙ্গা এলাকা ধরা হয় না, নানা ব্যবসা ও উদ্যোগে এটি এখন সমৃদ্ধ অঞ্চল। আর এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন আহসান হাবীব।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন বলেন, ‘আমার চোখে তিনি সব সময় সুপারম্যান। তিনি হলেন সাহস-ধৈর্য-মানবিকতার মহান বাতিঘর। উত্তরের হাজারো বেকারের স্বপ্নদ্রষ্টা ও ভরসার প্রতীক। বাংলাদেশের মিডিয়ায় নিভৃতচারী এক মহানায়ক যার হাত ধরে সংবাদপত্র জগতে নতুন এক ইতিহাস রচিত হবে। শতবর্ষ হোক আপনার আয়ু, অনন্তকাল ধরে বেঁচে থাকবেন বাংলার মানুষের হৃদয়ে।’

নীলফামারীর এতিম শিশুরা পালন করল জন্মদিন

দৈনিক খোলা কাগজের নীলফামারী প্রতিনিধি মোশাররফ হোসেন জানিয়েছেন, নীলফামারীতে এতিম শিশুরা জাঁকজমক অনুষ্ঠানে পালন করল নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজের সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের জন্মদিন। তারা কাটল কেক, সবাই মিলে করল আনন্দ উল্লাস।

নীলফামারী শিশু পরিবারে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আয়োজন করা হয়। সেখানে অর্ধশতাধিক এতিম শিশু অংশগ্রহণ করে। সেখানে মাহে রমজান উপলক্ষে তাদের সরবরাহ করা হয় ইফতার। এরপর কেক কেটে উপভোগ করে জন্মদিনের আনন্দ। এরপর তাদের সরবরাহ করা হয় রাতের উন্নত খাবার। এসব আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে এতিম শিশুরা। তারা দীর্ঘজীবন কামনা করে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজের সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের। জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ধন্য মনে করে অংশগ্রহণকারী শিশুরা। তারা দোয়া করে মহান ওই ব্যক্তির জন্য। এমন অনুষ্ঠানে অংশ নিয়ে অনেকে হয়ে পড়েন আবেগাপ্লুত।

এ সময় উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক, জেলা সমাজসেবা দফতরের প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নীলফামারী সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হৃদয় হোসেন, নীলসাগর গ্রুপের ডোর টু ডোর কর্মসূচির ইনচার্জ মো. আওরঙ্গজেব সুজন, একই কর্মসূচির মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম লিটন, মানবসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, অমিত চাকী, হিসাব কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

এ বিষয়ে নীলফামারী সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক হৃদয় হোসেন বলেন, ‘শিশু পরিবারে এমন জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা খুবই আনন্দিত। তারা জন্মদিনের আনন্দের কথা শুনেছে কিন্তু নিজের জন্মদিন পালনের সাধ তাদের পূরণ হয়নি কখনো। নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং খোলা কাগজের সম্পাদকের জন্মদিন পালনের মধ্য দিয়ে তাদের সে সাধ পূরণ হলো।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  প্রকৌশলী আহসান হাবীব   জন্মদিন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিমেবি'র ভিসিকে বেতনবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রেলের ধাক্কায় রাউজানে আহত দন্ত চিকিৎসকের মৃত্যু
গজারিয়ায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: আসন প্রতি লড়ছেন ৫১ পরীক্ষার্থী
রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ

সর্বাধিক পঠিত

প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close