বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯      যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া      বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা       মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন      ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন      ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে: প্রেস সচিব      আগামীর বাংলা হবে ইসলামপন্থিদের বাংলা: ফয়জুল করীম       
গ্রামবাংলা
কুকুর আতঙ্কে ধামরাইবাসী, স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নেই
রাজিউল হাসান পলাশ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৩:৪০ পিএম  (ভিজিটর : ৩৬৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য ক্লিনিকগুলোতে প্রতিদিন বাড়ছে কুকুরে কামড়ানো রোগীর ভীড়। গত অক্টোবর মাসে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক হয় এমন প্রাণির (শিয়াল, বেজি, বাদুড়, বিড়াল, কুকুর) কামড়ে আক্রান্ত রোগী এসেছে ৪৬৪ জন, এরমধ্যে কুকুরে কামড়ানো রোগী রয়েছে ১৩৬ জন। মোট আহতের ২৬৯ জন পুরুষ,  ১৯৫ জন মহিলা, এরমধ্যে ১৫ বছরের কম বয়সী ১৭১ জন এবং ১৫ বছরের উর্ধ্বে ২৯৩ জন।

এছাড়া চলমান নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত ৫০ জনের অধিক এসেছেন কুকুরসহ অন্যান্য প্রাণির কামড়ে আহত হয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা এসকল রোগীর একটা অংশ রয়েছে পাশের উপজেলা সাভারের আশুলিয়া এলাকার।

তথ্য বলছে গত ২৯ অক্টোবর একদিনে কুকুরে কামড়ানো ৩৯ জন রুগী চিকিৎসা নিতে এসেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে জলাতঙ্ক রোগের প্রতিষেধক এআরভি (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন) ভ্যাকসিন সরবারহ নেই স্বাস্থ্য কমপ্লেক্সে। যার ফলে ভ্যাকসিনের জন্য প্রতিদিনই হাসপাতালে কুকুরের কামড়ে আহত লোকজন এলেও বিনামূল্যে সরকারি ভ্যাকসিন মিলছে না। একের পর এক কুকুরের কবলে পড়ে জলাতঙ্কের ঝুঁকি এবং সরকারি ভ্যাকসিন না থাকায় কুকুরাতঙ্কে রয়েছেন ধামরাই উপজেলাবাসী।

কুকুরের কামড়ে আহত রোগীর স্বজনেরা জানান, হাসপাতালে ভ্যাকসিন নেই, আমরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনলে হাসপাতাল থেকে সেবা দিচ্ছেন। সরকারি ভ্যাকসিন পেলে আমাদের জন্য উপকার হতো। পৌর সভার বাসিন্দা খুররম চৌধুরী টুটুল বিড়ালের আচড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসে বলেন, তিনটি টিকা দিতে হবে আজ ভ্যাকসিন কিনে এনে একটি দিয়ে গেলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সহকারী আয়েশা জানান, আমাদের হাসপাতালে ভ্যাকসিন নেই, আমরা রোগীদের চারজনের গ্রুপ করে দেই তারা টিকা কিনে আনেন আমরা টিকা পুশ করে দেই। তাতে রুগীদের খরচ কম হয়। আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করি।

পৌরসভার একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, পৌরসভা কর্তৃক কুকুর নিধন প্রকল্পটি উচ্চ আদালত (হাইকোর্ট) বন্ধ করে দেয়ায় পাড়া মহল্লায় ঝাঁকে ঝাঁকে বেড়েই চলছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। এসব কুকুরের কামড়ে যেন জলাতঙ্ক রোগ না ছড়ায় সেজন্য নেয়া হয়েছিল কুকুরকে ভ্যাকসিন (টিকা) দেয়ার কর্মসূচি। কিন্তু অজ্ঞাত কারণে সেই কর্মসূচিও বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মাসখানেক ধরে ভ্যাকসিন সরবরাহ নেই। মাঝে মাঝে অনেক হাসপাতালেই এমন হয়। যখন সরবরাহ থাকে না তখন রোগীদের কিনে নিতে হয়। আমরা ভ্যাকসিনের জন্য চাহিদাপত্র জমা দিয়েছি, ভ্যাকসিন সরবরাহ হলে তখন বিনামূল্যে দেয়া হবে। যারা কুকুরের কামড়ে আহত হয়ে আসেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নিতে পরামর্শ দিই।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন

সর্বাধিক পঠিত

ধামরাইয়ে বাস উল্টে হেলাপার নিহত, আহত অর্ধশতাধিক
মতলব উত্তরে পারিবারিক সহিংসতায় গত ৩ মাসে ৭ খুন
নীলফামারীতে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি
ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে কুবি উপাচার্যের অসন্তোষ
হাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝