মাগুরার শালিখায় ৫১ পিচ ইয়াবাসহ শরিফুল ইসলাম ওরফে ঝন্টু (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নেতৃত্বে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স হরিশপুর গ্রামের দক্ষিণ পাড়া থেকে তাকে আটক করে।
শরিফুল ইসলাম শালিখা উপজেলার হরিশপুর গ্রামের লূতফর রহমানের ছেলে।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, শালিখা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশপুর গ্রাম থেকে শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৫১ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হবে।
কেকে/এআর