গাইবান্ধার সাঘাটা উপজেলায় তেমন কোনো উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র নেই। এজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের বিনোদনের জন্য বোনারপাড়া কলেজ মোড়ে কুসুমকলি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে পার্কটি উদ্বোধনকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ।
তিনি বলেন, ধনী লোকদের জন্য কিন্তু অনেক সুযোগ-সুবিধা আছে। সাধারণ জনসাধারণের এসব সুযোগ-সুবিধা নেই। এ পার্কটি করায় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশা আলম।
আরো বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু।
এ ছাড়া জামায়াত-বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেকে/এএম