ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক চাপায় মো. বাকি মল্লিক (৬০) নামে একজন কৃষক নিহত হয়েছে। এ সময় মো. জালাল মিয়া (৬৫) নামে আরেকজন গুরুত্ব আহত হয়।
শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকি মল্লিক একই ইউনিয়নের কানখরদী পশ্চিমপাড়া গ্রামে মৃত হানিফ মল্লিকের ছেলে। অপর আহত জালাল মিয়া একই এলাকার বাসিন্দা।
জানা যায়, বাকি মল্লিক ও জালাল মিয়া নামাজ পড়ে বাড়ি থেকে স্থানীয় কানখরদী বাজারে যায়। এ সময় বোয়ালমারীগামী আলুর ট্রাক তাদের চাপা দেয়। এ ঘটনায় বাকি মল্লিক ঘটনা স্থলে মারা যান। জালাল মিয়ার বাম পা ভেঙে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় বাকি মল্লিক নামে একজন নিহত হয়েছে। আরেকজন জালাল মিয়া গুরুত্বর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে ঘাতক ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কেকে/এএম