দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হুমায়ুন কবির জনি লিচু বাগানের নিচের পতিত জমি ব্যবহার করে মিষ্টি কুমড়া চাষ করে সফল হয়েছেন। তার উদ্ভাবনী উদ্যোগ দেখে অনেক কৃষকও আম ও লিচু বাগানে কুমড়া চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগও এই পদ্ধতিকে উৎসাহিত করছে।
প্রথমবারের মতো এক একর লিচু বাগানে মিষ্টি কুমড়া চাষ করে জনি সাড়া ফেলেছেন। তিনি দিনাজপুর থেকে ১,২০০টি বীজ সংগ্রহ করে নিজ বাসায় চারা তৈরি করেন এবং জানুয়ারি মাসে চারা রোপণ করেন। প্রতিটি গাছে ১০টির বেশি কুমড়া ধরে, তবে তিনি গুণগত মান ঠিক রাখতে গাছপ্রতি ৫-৬টি কুমড়া সংগ্রহ করছেন।
স্থানীয় কৃষক আ. রহিম বলেন, আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আজ লিচুর বাগানে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি দেখতে এসেছি। দেখে ভালো লাগল, আগামী বছর আমিও আমার আম বাগানে মিষ্টি কুমড়া চাষ করব।
হুমায়ুন কবির জনি বলেন, আমি তিন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছি। এতে প্রায় ১ লাখ টাকা খরচ হলেও আশা করছি প্রায় ৫ লাখ টাকা আয় হবে।
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার শাহা বলেন, এই উদ্যোগের জন্য আমরা তাকে কারিগরি পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছি। আশা করছি, ফলন ভালো হবে এবং অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হবেন।
কেকে/এএম