শুক্রবার, ১৪ মার্চ ২০২৫,
৩০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
শিরোনাম: নিরাপত্তা নিশ্চিত করতেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে      রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব      উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব      গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস      কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব       নাগালের বাইরে নিয়োগবাণিজ্যের মাস্টারমাইন্ড মাহবুব      আরেফিন সিদ্দিকের জানাজা বাদ জুমা, দাফন আজিমপুরে      
গ্রামবাংলা
ধনবাড়ীতে মাচা পদ্ধতিতে করলা চাষে বাম্পার ফলন
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৩৯)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে ভাল ফলন ও লাভজনকের আশায় এবার মাচা পদ্ধতিতে হাইব্রিড জাতের করলা চাষ করা হয়েছে। এ অঞ্চলের মাটি করলাসহ বিভিন্ন প্রকার সবজি চাষের জন্য উপযোগী। বর্তমানে সময়ে কৃষকের ক্ষেতে মাচায় ঝুলছে হাইব্রিডসহ বিভিন্ন জাতের করলা। করলা ক্ষেতে সেচ, নিড়ানি ও করলা সংগ্রহ, বাজারজাতকরণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

ধনবাড়ী উপজেলার  গ্রামের কৃষকরা এই মাচা পদ্ধতিতে হাইব্রিড জাতের করলা চাষ করছে। গতবারের চেয়ে এ বছরে ৫০ শতক জমিতে করলা চাষ করেছেন। বর্তমানে করলার ফলন ও দাম বেশি থাকায় খুশি কৃষক।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মুশুদ্দি, বীরতারা, বানিয়াজান, যদুনাথপুর, বলিভদ্র ও পাইস্কা ইউনিয়নের শতাধিক কৃষক করলার চাষ করছেন।

মুশুদ্দি গ্রামের মো. মনিরুল ইসলাম বলেন, এ বছর এক বিঘা জমিতে করলা চাষ করছেন। বর্তমানে তিনি করলা মন প্রতি  ১ হাজার ৬ শত থেকে ১ হাজার ৮ শত টাকা দরে বিক্রি করছেন। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে এ পরিমান জমিতে দেড় লক্ষাধিক টাকার মতো করলা বিক্রি পারবেন। 

একই গ্রামের কৃষক জালাল বলেন, করলা চাষে গোবর সার, খৈল, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করতে হয়। সেই জমিতে শীতকালীন ফসল আলু চাষে বেশি সার প্রয়োগ করতে হয় না।

ধনবাড়ী কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহম্মেদ বলেন, জমি থেকে করলা ওঠানোর পর কৃষক পটল, বেগুন, মরিচ, শাক সবজিসহ বিভিন্ন জাতের সবজির লাগাতে পারবেন।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান জানান, স্থানীয় কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। এ বছর করলা চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা
কবি-সাহিত্যিক, সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ কালচারাল একাডেমির ইফতার মাহফিল
ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত
নিরাপত্তা নিশ্চিত করতেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে

সর্বাধিক পঠিত

জামালপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসককে বিএনপি নেতার হুমকি
স্কুলছাত্রীকে ইভটিজিং, থানায় অভিযোগ করায় বাবাকে পিটিয়ে জখম
শালিখায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
ইভটিজিংয়ের অভিযোগ করায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম, আটক ২
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close