কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার মধ্য বাজারে চাঁদা না পেয়ে সৌদি প্রবাসী মনির আহম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের জাওড়া গ্রামের রফিকের ছেলে মো. সোহেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাজারে মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় প্রবাসী মনির আহম্মদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় প্রবাসী মনির আহম্মদ মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মনির আহম্মদ জানান, দীর্ঘদিন পর দেশে আসার পর থেকেই সোহেল চাঁদা দাবি করছিল। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে বলে শাসিয়েছে। বৃহস্পতিবার বাজারে গেলে সোহেল অতর্কিত হামলা চালায়, এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। আমার ছোট মেয়ে ভয় পেয়ে কাঁদতে থাকে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
স্থানীয়দের ভাষ্যমতে, মো. সোহেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে একাধিকবার দোকানে তালা লাগানোর, চাঁদার জন্য মারধর করার এবং বাজারে হামলা চালানোর অভিযোগ রয়েছে।
বিএনপির স্থানীয় নেতা গিয়াস উদ্দিন বলেন, সোহেল ১৯৯৮ সালে তার গর্ভবতী ফুফুকে গুলি করে হত্যা করেছিল। সে বহু অপরাধে জড়িত। বিএনপিতে সন্ত্রাসীদের স্থান নেই।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম