রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, নিরাপত্তা নিশ্চিত করতেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপের দেশগুলো বাংলাদেশের পাশে আছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিকল্প নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটি প্রস্তাব জাতিসংঘে গৃহীত করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৪ মার্চ) উখিয়ার শরণার্থী শিবিরে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আন্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে নিরাপদ ভাবে। তাদের পাঠানোর আগে মিয়ানমারে শান্তি রক্ষায় কাজ করতে হবে। আশা করা যায় আগামী বছরের ঈদ রোহিঙ্গারা তাদের দেশে করতে পারবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে যারা রয়েছে তাদের মান সম্মত জীবন যাপন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে জাতিসংঘ। এই রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আছে আমরা খাদ্য নিরাপত্তা প্রদান করবো।
এসময় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে তিনি রোহিঙ্গাদের স্কুলও পরিদর্শন করেন। সেখানে অধ্যায়নরত ছাত্রদের সাথেও মতবিনিমিয় করেন। রোহিঙ্গাদের সাথে মহাসচিবের কথা হলে রোহিঙ্গারা জানান, আমরা নিজ দেশে ফিরে যেতে চাই । আমাদের নিরাপত্তা প্রদান করা হলে আমরা দেশে ফিরে যাবো । এ জীবন আর ভারো লাগছে না । আমাদের অনেক সম্পদ আমরা রেখে এসেছি। আশা করছি ফিরে গেলে আমরা তা ফেরত পাবো ।
এর আগে, শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে একদিনের সফরে কক্সবাজার পৌছান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান অন্তর্র্বতী সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পুলিশ সুপার (এসপি) মো. সাইফউদ্দীন শাহীন।
কেকে/ এমএস