দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি ব্যবসায়ী কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।
কামরুলের বড় ভাই কামরুজ্জামান পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
কামরুলের ভাই কামরুজ্জামান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দিয়েছেন। দেশে ফেরার কথা ছিল কামরুলের। তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিলো। বাড়িতে নতুন ভবনও করেছেন সম্প্রতি। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তার।
কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুইজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরো নগদ অর্থ আছে ভেবে তাকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তিনি আরো জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে এবং তার মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলাম জানিয়েছেন, নিহতের বিষয়টি তিনি জেনেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
কেকে/ এমএস