প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:৩১ পিএম (ভিজিটর : ১০০)
ছবি: খোলা কাগজ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির উদ্যেগে ৬নং অমরপুরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের ওপর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম অতর্কিত হামলা চালায়।
শুক্রবার (১৪ মার্চ) চিরিরবন্দর উপজেলার অমরপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, খামার পাড়া ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিবকে রানীরবন্দরে লাকি ক্লথ স্টোরে আটকে রেখে মারধর করে এবং মোবাইল কেনার জন্য সাথে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় আক্তারুজ্জামান মিয়ার বাহিনী।
ছবি: খোলা কাগজ
শুক্রবার সারাদিন হামলা চালিয়ে তিনজনকে আহত করা হয়। জানা গেছে, খানসামা-চিরিরবন্দরে এই সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতা আক্তারুজ্জামান মিয়া।
খবর পেয়ে তাৎক্ষণিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।