গাজীপুরের কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক সিএনজি সংঘর্ষ তিন জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় ঘটেছে।
কালিয়াকৈর থানার এসআই কামরুল ইসলাম খোলা কাগজকে বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমি তিনজনের লাশ উদ্ধারের চেষ্টা করছি। পড়ে নিহতদের বিস্তারিত তথ্য নাম ঠিকানা সহ জানানো হইবে।
নিহতরা হলো, সিএনজি চালক ওবায়দুল এবং অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী ৫জন যাত্রী নিয়ে কালিয়াকৈরে আসছিলেন দুর্ঘটনা কবলিত ওই সিএনজি। মাওনা-ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহতকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। তবে ট্রাক চালককে আটক করতে পারেনি স্থানীয়রা।
কেকে/এআর