নাটোরের বড়াইগ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে এবার এক প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের শিকার হয়েছেন। এই ঘটনায় ২জন কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে নগর ইউনিয়নের মুশিন্দা এলাকায় এ ঘটনা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান' গতরাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মুশিন্দা এলাকার ১৭ বছরের এক শারীরিক প্রতিবন্ধি কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির পাশে আম বাগানে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশি যুবক মনির হোসেন (৪০) সরকার।
এ সময় কিশোরিকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে কামরুল ইসলাম (৪৫) নামে অপর এক যুবক। এ সময় কিশোরির পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার কামরুল ইসলাম ও মাহফুজ নামে ৩ জন কে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজ নামে একজন কে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে ভিকটিম বড়াইগ্রাম থানায় রয়েছে। এই ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে দুইজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।
কেকে/এআর