কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি ইফতার ও দোয়া মাহফিল পালনের সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাজিতপুর উপজেলা মৎসজীবী দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ মার্চ) সকালে উপজেলার শরিষাপুর জুম্মাপুর এলাকায় মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাউসার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গতকাল (বৃহস্পতিবার) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরাচর বাজার দুধ মহল মহিলা মার্কেটের খালি জায়গায় সরারচর ইউনিয়ন মৎস্যজীবী দলের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করে। পরে আয়োজিত ইফতার মাহফিলে হঠাৎ সরারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ সুমন ও বাজিতপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক এম আবুল খায়েরের লোকজন আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ২৩০টি প্লাস্টিকের চেয়ার ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও ইফতার সামগ্রী নষ্ট করে আনুমানিক ৫ লক্ষ টাকা ক্ষতিসাধন করে ।
এ ঘটনায় বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কাদির মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ মানিক, মেহেদী হাসান রয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।
কেকে/এজে