জামায়াতের ঢাকা উত্তর অঞ্চল টিমের সদস্য এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন বলেছেন, আজ যদি দেশে কোরআনের শাসন থাকতো, তাহলে আছিয়ার মতো শিশুরা ধর্ষণের শিকার হতো না। কোরআন না মানার কারণেই দেশে অরাজকতা চলছে। কোন শাসন নেই, মানুষের তৈরি সংবিধান রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারে না।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধায় জেলার সাটরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বালিয়াটি দাখিল মাদ্রাসা মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন বলেন, স্বাধীনতার পরে কত শাসন তো দেখলাম। সকল ক্ষমতার উৎস জনগণ মেনে দেশে কি হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ কি থামাতে পেরেছে? দুর্নীতি চরম আকার ধারণ করেছে। সকল ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআনকে সংবিধান হিসেবে মানলে, কোরআনের শাসন চালু হলে দেশে আর ধর্ষণ থাকবে না। পবিত্র কোরআন নাজিলের মাস এই রমজান মাস। বাংলাদেশ জামায়াত ইসলামি কোরআনের শাসন চায়। তাই আগামী জাতীয় নির্বাচনে জায়ামাতকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাটুরিয়ায় রোজাদারদের নিয়ে ইফতার মাহফিলে বালিয়াটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর বালিয়াটি ইউনিয়নের সভাপতি মাওলানা মো. রমজান আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাটুরিয়া উপজেলা আমির মো. আবু সাইদ (বিএসসি), উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলতাফ হোসেন, মাওলানা শওকত আলী প্রমুখ।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সাটুরিয়া উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ নানা পেশার দ্বীনদ্বার মুসুল্লি উপস্থিত ছিলেন।
কেকে/এজে